Contact Form Gmail

Name

Email *

Message *

Monday, November 25, 2019

কবিতাঃপঞ্চক্রম ঋতু


পঞ্চক্রম ঋতু
            মনি শংকর বেপারী
কোথায় তুমি?
তাপদাহে।
হেথায় কেন?
পলাতক।
কিসের হেতু?
সলিল পরশ।
ভয় কেন?
মেলাডির।
অবশেষে বোধগম্য,
    পঞ্চক্রম ঋতু।

কবিতাঃসংঘর্ষ

 
            সংঘর্ষ
                  মনিশংকর বেপারী

কী করছো?
ভাবছি,প্রকৃতি কেন এত বৈচিত্র্যময়?
মানুষের কেন এত বৈশিষ্ট্য?
রাস্তায় কেন এত বাঁক,পেরুতে কষ্ট কেন হয়?
নদী কেন চঞ্চল,
                       সাগর কেন উত্তাল?
কেন এত সভ্যতা,কেন এত জাতি?
কেন এত ঈর্ষা,কেন এত হিংসা?
পাহাড় কেন উচু?
                      হ্রদ কেন নিচু?
মন কেন ভাঙে,মানুষ কেন ভালোবাসে?

কি পেলে ভেবে?
              সিদ্ধান্ত!
সেটা কি?
সংঘর্ষ।

Tuesday, November 12, 2019

Equal Man(Poem)



  Equal Man
           Moni Sankar Bepari
My hair is not blue,
The sky is blue.
The nature shines glamour,
Everyone looks the sky's moon,but
Who are blind,don’t see.
Everyone should keep light
To focus them to see.
Because,a light full man is a world.
It doesn’t depend black or blue.
A man is a man
If he will blind
Then he is a man
Is a man too.
Nature should be seen all,
All have right to see.
Personal beauty is not beauty,
Beauty spread everywhere.
It doesn’t limit a small area,
Not limit on hair or colour.
As it doesn’t spread a small area,
All have right to see.
A being who named man
Is a man is a man
Have all right to live
And enjoy all the nature.

Tuesday, October 29, 2019

শীত





  শীত
           মনি শংকর বেপারী


এসেছে নিষ্ঠুর শীত
নিয়েছে সবুজ কেড়ে,
দেখায় শুধু রিক্ত গন্তব্য।
করছে প্রকাশ ধনীর আভিজাত্য
দরিদ্র প্রান্তরে।

মম মানস চঞ্চল

ভাবী নাহি পাই
কিভাবে যাপি,কিভাবে কাটাই?
মনে হয় রসিক
পাই পিঠা,রসুই
তবু সত্ত্বর বিদায় জানাই।



Contact On Facebook



Monday, October 28, 2019

মা কে নিয়ে


           প্রেয়সী
                 মনি শংকর
বুঝি না তো কিছু
কেন এত ভালোবাসা?
কেন এত টান?
কোথায় তব বাস?
যাবে যেথা,  রাখে মনে তাই
বোনে স্বপ্ন অথৈ অথৈ,
কেন সে এমন?
চায় না তো সুখ,নিজ হেতু
অস্মাম্ভি প্রাপ্তি,সর্বস্ব দান
যদি ছাড় তাকে,
নির্বাক সশ্রুসজল নয়ন
ভালোবাসে সে,
নেই কোনা শাপ
কে সেই?
মম (আমার)প্রেয়সী মাতৃদেবী। 

Contact on Facebook

Thursday, October 24, 2019

কবিতাঃ নবীনের শিক্ষা লেখা

    নবীনের শিক্ষা লেখা 
        মনিশংকর বেপারী 
হে সবুজ,হে নবীন 
যদি কর আলিঙ্গন সমালোচনায় 
নিন্দা শিখিতে হইবে সর্বলোকে কয়।
হে নবীন,বাড় যদি শত্রুতায়,
শিখিবে হানাহানি দৃঢ় নিশ্চয়। 
হে নবীন, যদি বাড় বিদ্রুপের মাঝেতে,
হইবে অবশ্য লাজুক দেখিও লোকেতে।
হে নবীন,বাড় যদি অসম্মানে,
জড়িত হইবে তুমি নিশ্চিত  অপরাধে। 
হে নবীন, যদি ধরিতে পার ধৈর্য 
শিখিবে তুমি, হইবে সহিষ্ণু। 
হে নবীন, থাক যদি উদ্দীপনায়
আসিবে অসি,হইবে আত্মবিশ্বাসী। 
হে নবীন,যদি থাক প্রশংসার মাঝে
মূল্যায়ন শিখিবে তুমি অনায়াসে। 
হে নবীন, পরিচয় হয় যদি সাথে সমতার, 
একদিন করিবে তুমি ন্যায়ের বিচার।
হে নবীন, নিশ্চিত হয় যদি নিরাপত্তা তোমার,
হইবে বিশ্বাসী তুমি জানিও সাকার।
হে নবীন, পাও যদি স্বীকৃতি আর বাড় বন্ধুত্বে
খুঁজিবে ভালবাসা তুমি ধরনীর বুকে।
হে সবুজ, চাও তথ্য,যদি পাও অনায়াসে, 
লিখ যা ইচ্ছা 
হয় যেন গ্রহনযোগ্য তা সবার। 

Contact on Facebook

Wednesday, October 23, 2019

প্রত্যাশা

 
     প্রত্যাশা
                       মনিশংকর বেপারী

লিখেছিলাম অনেক কিছু 
         বয়স তখন নয়।
হারিয়ে গেছে সবই প্রায়
         রইল কিছু স্মৃতি।
যদি পাই প্রেরণা
        ধরব কলম,লিখব আবার 
অ-নেক কিছু।
সুখ,দুঃখ,যাতনা
         সবই আমার কবিতা। 
লিখব আমি এদের নিয়ে 
মানব মনের প্রত্যাশা। 

লিখব আমি ন্যায়কে নিয়ে
        যেথায় যেতে চাই
লিখব আমি অন্যায়কে নিয়ে
         যা করতে নেই।
চলবে কলম ধনীর প্রতি
         কলম চলবে দরিদ্রের প্রতি
         শোষণের সাথে নয়।
স্থান পাবে আমার মাঝে 
          চরণ সর্বজনের। 

চাই আমি বাঁচতে
            সবুজের মাঝে
                   সবুজের নিমিত্তে। 
Contact on Facebook 🎆🎆