Contact Form Gmail

Name

Email *

Message *

Tuesday, October 29, 2019

শীত





  শীত
           মনি শংকর বেপারী


এসেছে নিষ্ঠুর শীত
নিয়েছে সবুজ কেড়ে,
দেখায় শুধু রিক্ত গন্তব্য।
করছে প্রকাশ ধনীর আভিজাত্য
দরিদ্র প্রান্তরে।

মম মানস চঞ্চল

ভাবী নাহি পাই
কিভাবে যাপি,কিভাবে কাটাই?
মনে হয় রসিক
পাই পিঠা,রসুই
তবু সত্ত্বর বিদায় জানাই।



Contact On Facebook



Monday, October 28, 2019

মা কে নিয়ে


           প্রেয়সী
                 মনি শংকর
বুঝি না তো কিছু
কেন এত ভালোবাসা?
কেন এত টান?
কোথায় তব বাস?
যাবে যেথা,  রাখে মনে তাই
বোনে স্বপ্ন অথৈ অথৈ,
কেন সে এমন?
চায় না তো সুখ,নিজ হেতু
অস্মাম্ভি প্রাপ্তি,সর্বস্ব দান
যদি ছাড় তাকে,
নির্বাক সশ্রুসজল নয়ন
ভালোবাসে সে,
নেই কোনা শাপ
কে সেই?
মম (আমার)প্রেয়সী মাতৃদেবী। 

Contact on Facebook

Thursday, October 24, 2019

কবিতাঃ নবীনের শিক্ষা লেখা

    নবীনের শিক্ষা লেখা 
        মনিশংকর বেপারী 
হে সবুজ,হে নবীন 
যদি কর আলিঙ্গন সমালোচনায় 
নিন্দা শিখিতে হইবে সর্বলোকে কয়।
হে নবীন,বাড় যদি শত্রুতায়,
শিখিবে হানাহানি দৃঢ় নিশ্চয়। 
হে নবীন, যদি বাড় বিদ্রুপের মাঝেতে,
হইবে অবশ্য লাজুক দেখিও লোকেতে।
হে নবীন,বাড় যদি অসম্মানে,
জড়িত হইবে তুমি নিশ্চিত  অপরাধে। 
হে নবীন, যদি ধরিতে পার ধৈর্য 
শিখিবে তুমি, হইবে সহিষ্ণু। 
হে নবীন, থাক যদি উদ্দীপনায়
আসিবে অসি,হইবে আত্মবিশ্বাসী। 
হে নবীন,যদি থাক প্রশংসার মাঝে
মূল্যায়ন শিখিবে তুমি অনায়াসে। 
হে নবীন, পরিচয় হয় যদি সাথে সমতার, 
একদিন করিবে তুমি ন্যায়ের বিচার।
হে নবীন, নিশ্চিত হয় যদি নিরাপত্তা তোমার,
হইবে বিশ্বাসী তুমি জানিও সাকার।
হে নবীন, পাও যদি স্বীকৃতি আর বাড় বন্ধুত্বে
খুঁজিবে ভালবাসা তুমি ধরনীর বুকে।
হে সবুজ, চাও তথ্য,যদি পাও অনায়াসে, 
লিখ যা ইচ্ছা 
হয় যেন গ্রহনযোগ্য তা সবার। 

Contact on Facebook

Wednesday, October 23, 2019

প্রত্যাশা

 
     প্রত্যাশা
                       মনিশংকর বেপারী

লিখেছিলাম অনেক কিছু 
         বয়স তখন নয়।
হারিয়ে গেছে সবই প্রায়
         রইল কিছু স্মৃতি।
যদি পাই প্রেরণা
        ধরব কলম,লিখব আবার 
অ-নেক কিছু।
সুখ,দুঃখ,যাতনা
         সবই আমার কবিতা। 
লিখব আমি এদের নিয়ে 
মানব মনের প্রত্যাশা। 

লিখব আমি ন্যায়কে নিয়ে
        যেথায় যেতে চাই
লিখব আমি অন্যায়কে নিয়ে
         যা করতে নেই।
চলবে কলম ধনীর প্রতি
         কলম চলবে দরিদ্রের প্রতি
         শোষণের সাথে নয়।
স্থান পাবে আমার মাঝে 
          চরণ সর্বজনের। 

চাই আমি বাঁচতে
            সবুজের মাঝে
                   সবুজের নিমিত্তে। 
Contact on Facebook 🎆🎆

Thursday, October 17, 2019

২০১৯ নিয়ে


দ্বিসহস্র ঊনবিংশ
              মনিশংকর বেপারী

করি আহ্বান,অলংকৃত হও
বরণ কর তারে,
করেছে স্রষ্টার সৃষ্টি যারে।
সাজাও নবীনকে,ভালোবাস তরুনকে
আমায় নাই বা ভালোবাসলে,
ক্ষোভ নেই তোমা প্রতি,
সৃষ্টি বিরূপ যার, তুমি কোথায় ই বা তার।
ভালোবাসি আমি হাজার সেতুলদের।
অগ্রসর আমি তোমা প্রতি,
রাখিতে চলেছি পা।
ভরসা তুমি, দিবেনা সান্ত্বনা?করিবে না অপেক্ষা?
এসেই গেলে? ক্ষণ যাহা বলে,
ধর্ম আমার।
ধারণ কর তব ধৃ
আমি নহি অভিমানী।
প্রার্থনা তব প্রতি,
করুণা করিবে কি?
ক্ষণিক পরে শুধাই তোমায়,
রেখ জোট সেতুল,তনু, অনি।
ধৃ ধরতে করিলে না অপেক্ষা,
চাইনা সান্ত্বনা,
জানাই অভিনন্দন তোমায়।
Contact on Facebook

Wednesday, October 16, 2019

মানব মস্তিষ্ক নিয়ে আমার লেখা একটা কবিতা

     

      মানব মস্তিষ্ক
                 মনিশংকর  বেপারী
কত ক্ষমতা তোর?
পঁচিশ ওয়াট?
একটি বাল্ব জ্বালাস?
সেকেন্ডে হাজার পনেরোটি হিসেব করিস?
দিনে সত্তর হাজার চিন্তা করিস?
তোর শত বিলিয়ন নিউরন?
তোর জন্ম শত মাইল শিরা নিয়ে?
তারপরও,
তুই তো দেহের তুলনায় অতি নগন্য
মাত্র দুই শতাংশ আয়তন তোর
কিন্তু,
সবথেকে বেশি তোর কেন চাই?
তুই অক্সিজেনের কুড়ি ভাগ করিস ব্যবহার
তুই শক্তির কুড়ি ভাগ করিস অপচয়
বিশ ভাগ রক্ত চালাস তুই।
তোর কি আছে??
পৌঁনে শতাংশই তো পানি।
তুই তো অতি নগন্য
আঠারো বছর পর বাড়িস না আর।
আট থেকে বিশ সেকেন্ড না পাস রক্ত
        হারাস জ্ঞান।
যাই হোক তোকে করছি না অপমান
তুই ও তো ভালোবাসিস
অক্সিটোক্সিন দিয়ে।
কিন্তু কে তুই?
         তুই কি সেই মানব মস্তিষ্ক?
Contact on Facebook