মনিশংকর বেপারী
করি আহ্বান,অলংকৃত হও
বরণ কর তারে,
করেছে স্রষ্টার সৃষ্টি যারে।
সাজাও নবীনকে,ভালোবাস তরুনকে
আমায় নাই বা ভালোবাসলে,
ক্ষোভ নেই তোমা প্রতি,
সৃষ্টি বিরূপ যার, তুমি কোথায় ই বা তার।
ভালোবাসি আমি হাজার সেতুলদের।
অগ্রসর আমি তোমা প্রতি,
রাখিতে চলেছি পা।
ভরসা তুমি, দিবেনা সান্ত্বনা?করিবে না অপেক্ষা?
এসেই গেলে? ক্ষণ যাহা বলে,
ধর্ম আমার।
ধারণ কর তব ধৃ
আমি নহি অভিমানী।
প্রার্থনা তব প্রতি,
করুণা করিবে কি?
ক্ষণিক পরে শুধাই তোমায়,
রেখ জোট সেতুল,তনু, অনি।
ধৃ ধরতে করিলে না অপেক্ষা,
চাইনা সান্ত্বনা,
জানাই অভিনন্দন তোমায়।
Contact on Facebook

No comments:
Post a Comment