মানব মস্তিষ্ক
মনিশংকর বেপারী
কত ক্ষমতা তোর?
পঁচিশ ওয়াট?
একটি বাল্ব জ্বালাস?
সেকেন্ডে হাজার পনেরোটি হিসেব করিস?
দিনে সত্তর হাজার চিন্তা করিস?
তোর শত বিলিয়ন নিউরন?
তোর জন্ম শত মাইল শিরা নিয়ে?
তারপরও,
তুই তো দেহের তুলনায় অতি নগন্য
মাত্র দুই শতাংশ আয়তন তোর
কিন্তু,
সবথেকে বেশি তোর কেন চাই?
তুই অক্সিজেনের কুড়ি ভাগ করিস ব্যবহার
তুই শক্তির কুড়ি ভাগ করিস অপচয়
বিশ ভাগ রক্ত চালাস তুই।
তোর কি আছে??
পৌঁনে শতাংশই তো পানি।
তুই তো অতি নগন্য
আঠারো বছর পর বাড়িস না আর।
আট থেকে বিশ সেকেন্ড না পাস রক্ত
হারাস জ্ঞান।
যাই হোক তোকে করছি না অপমান
তুই ও তো ভালোবাসিস
অক্সিটোক্সিন দিয়ে।
কিন্তু কে তুই?
তুই কি সেই মানব মস্তিষ্ক?
Contact on Facebook
মনিশংকর বেপারী
কত ক্ষমতা তোর?
পঁচিশ ওয়াট?
একটি বাল্ব জ্বালাস?
সেকেন্ডে হাজার পনেরোটি হিসেব করিস?
দিনে সত্তর হাজার চিন্তা করিস?
তোর শত বিলিয়ন নিউরন?
তোর জন্ম শত মাইল শিরা নিয়ে?
তারপরও,
তুই তো দেহের তুলনায় অতি নগন্য
মাত্র দুই শতাংশ আয়তন তোর
কিন্তু,
সবথেকে বেশি তোর কেন চাই?
তুই অক্সিজেনের কুড়ি ভাগ করিস ব্যবহার
তুই শক্তির কুড়ি ভাগ করিস অপচয়
বিশ ভাগ রক্ত চালাস তুই।
তোর কি আছে??
পৌঁনে শতাংশই তো পানি।
তুই তো অতি নগন্য
আঠারো বছর পর বাড়িস না আর।
আট থেকে বিশ সেকেন্ড না পাস রক্ত
হারাস জ্ঞান।
যাই হোক তোকে করছি না অপমান
তুই ও তো ভালোবাসিস
অক্সিটোক্সিন দিয়ে।
কিন্তু কে তুই?
তুই কি সেই মানব মস্তিষ্ক?
Contact on Facebook

No comments:
Post a Comment