মা কে নিয়ে
প্রেয়সী
মনি শংকর
বুঝি না তো কিছু
কেন এত ভালোবাসা?
কেন এত টান?
কোথায় তব বাস?
যাবে যেথা, রাখে মনে তাই
বোনে স্বপ্ন অথৈ অথৈ,
কেন সে এমন?
চায় না তো সুখ,নিজ হেতু
অস্মাম্ভি প্রাপ্তি,সর্বস্ব দান
যদি ছাড় তাকে,
নির্বাক সশ্রুসজল নয়ন
ভালোবাসে সে,
নেই কোনা শাপ
কে সেই?
মম (আমার)প্রেয়সী মাতৃদেবী।
Contact on Facebook
No comments:
Post a Comment