Contact Form Gmail

Name

Email *

Message *

Wednesday, October 23, 2019

প্রত্যাশা

 
     প্রত্যাশা
                       মনিশংকর বেপারী

লিখেছিলাম অনেক কিছু 
         বয়স তখন নয়।
হারিয়ে গেছে সবই প্রায়
         রইল কিছু স্মৃতি।
যদি পাই প্রেরণা
        ধরব কলম,লিখব আবার 
অ-নেক কিছু।
সুখ,দুঃখ,যাতনা
         সবই আমার কবিতা। 
লিখব আমি এদের নিয়ে 
মানব মনের প্রত্যাশা। 

লিখব আমি ন্যায়কে নিয়ে
        যেথায় যেতে চাই
লিখব আমি অন্যায়কে নিয়ে
         যা করতে নেই।
চলবে কলম ধনীর প্রতি
         কলম চলবে দরিদ্রের প্রতি
         শোষণের সাথে নয়।
স্থান পাবে আমার মাঝে 
          চরণ সর্বজনের। 

চাই আমি বাঁচতে
            সবুজের মাঝে
                   সবুজের নিমিত্তে। 
Contact on Facebook 🎆🎆

2 comments: