Contact Form Gmail

Name

Email *

Message *

Thursday, October 24, 2019

কবিতাঃ নবীনের শিক্ষা লেখা

    নবীনের শিক্ষা লেখা 
        মনিশংকর বেপারী 
হে সবুজ,হে নবীন 
যদি কর আলিঙ্গন সমালোচনায় 
নিন্দা শিখিতে হইবে সর্বলোকে কয়।
হে নবীন,বাড় যদি শত্রুতায়,
শিখিবে হানাহানি দৃঢ় নিশ্চয়। 
হে নবীন, যদি বাড় বিদ্রুপের মাঝেতে,
হইবে অবশ্য লাজুক দেখিও লোকেতে।
হে নবীন,বাড় যদি অসম্মানে,
জড়িত হইবে তুমি নিশ্চিত  অপরাধে। 
হে নবীন, যদি ধরিতে পার ধৈর্য 
শিখিবে তুমি, হইবে সহিষ্ণু। 
হে নবীন, থাক যদি উদ্দীপনায়
আসিবে অসি,হইবে আত্মবিশ্বাসী। 
হে নবীন,যদি থাক প্রশংসার মাঝে
মূল্যায়ন শিখিবে তুমি অনায়াসে। 
হে নবীন, পরিচয় হয় যদি সাথে সমতার, 
একদিন করিবে তুমি ন্যায়ের বিচার।
হে নবীন, নিশ্চিত হয় যদি নিরাপত্তা তোমার,
হইবে বিশ্বাসী তুমি জানিও সাকার।
হে নবীন, পাও যদি স্বীকৃতি আর বাড় বন্ধুত্বে
খুঁজিবে ভালবাসা তুমি ধরনীর বুকে।
হে সবুজ, চাও তথ্য,যদি পাও অনায়াসে, 
লিখ যা ইচ্ছা 
হয় যেন গ্রহনযোগ্য তা সবার। 

Contact on Facebook

2 comments: